ম্যাক রাদারফোর্ডের বয়স ১৭ বছর। উড়োজাহাজ চালাতে পছন্দ করে সে। এতটুকু বয়সেই রয়েছে উড়োজাহাজ চালানোর প্রাতিষ্ঠানিক লাইসেন্সও।
তাই একা একা উড়োজাহাজ নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিল ম্যাক। মাত্র পাঁচ মাসে ভ্রমণ শেষ করেছে যুক্তরাজ্য ও বেলজিয়ামের যৌথ নাগরিক ম্যাক। এর মধ্য দিয়ে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছে সে। সবচেয়ে কম বয়সে ও একা ছোট আকারের উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণের দুটি রেকর্ড এখন তার দখলে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ মার্চ ছোট একটি উড়োজাহাজ নিয়ে ভ্রমণ শুরু করে ম্যাক। গত বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করে তার উড়োজাহাজ। মাঝের পাঁচ মাসে সে পাঁচটি মহাদেশের ৫২টি দেশ ভ্রমণ করেছে। এ তালিকায় চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পারস্য উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশ রয়েছে। বিষুবরেখা দুবার পার করেছে সে। ভ্রমণের সময় নিজের ১৭তম জন্মদিন উদ্যাপন করেছে ম্যাক।
এই ভ্রমণের মধ্য দিয়ে দুটি বিশ্ব রেকর্ড গড়েছে ম্যাক। প্রথমটি সবচেয়ে কম বয়সী হিসেবে একা বিশ্বভ্রমণ করেছে সে। দ্বিতীয়টি সবচেয়ে কম বয়সী পাইলট হিসেবে ছোট আকারের উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণ করার জন্য। ম্যাকের আগে যুক্তরাজ্যের ট্রাভিস লুদলো নামের একজনের দখলে ছিল এ রেকর্ড। গত বছর তিনি ১৮ বছর বয়সে উড়োজাহাজ চালিয়ে একা বিশ্বভ্রমণ করেছিলেন।
মজার বিষয় হলো, ম্যাকের বোন জারার উড়োজাহাজ চালানোর শখ রয়েছে। এর আগে তিনিও একা একা উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণ করেছেন। তখন জারার বয়স ছিল ১৯ বছর।
এদিকে ম্যাকের দখলে আরেকটি রেকর্ড রয়েছে। ২০০০ সালে উড়োজাহাজ চালানোর লাইসেন্স পায় ম্যাক। তখন ম্যাকের বয়স মাত্র ১৫ বছর। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী বৈমানিকের রেকর্ড গড়ে সে।