হেফাজত আমির হাসপাতালে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী (৮৮) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আহমেদ উল্লাহ।

হেফাজত আমির হাসপাতালে

তিনি জানান, মুহিবুল্লাহ বাবুনগরী হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, ‘হুজুরের পিত্তথলিতে পাথর হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।’

হেফাজত আমির হাসপাতালে

 

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের ২৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি সম্পর্কে বাবুনগরীর মামা।

 

 

ঘোষণা দিয়ে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ, জড়িতদের শাস্তি চায় ৪ ছাত্রসংগঠন

ধানমন্ডিতে নিষেধাজ্ঞা, বেড়িবাঁধে সমাবেশ করবে বিএনপি

Leave A Reply

Your email address will not be published.