স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেলেন স্ত্রীর দুই ভাই

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেছে স্ত্রীর দুই ভাই। ঝলসে যাওয়া দুই ভাই হলেন রাসেল (৩৪) ও বাবু (২৪)।

 

 

ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা দুজনই রিকশাচালক।

 

 

বুধবার ২৩ মার্চ ভোর ৪টার দিকে ঢাকা উদ্যান তেলের পাম্পের পাশে সাগর ফার্মেসি সংলগ্ন একটি বাড়ির নিচতলায় এ ঘটনাটি ঘটে।

 

 

দগ্ধ বাবুর বড় বোন হোসনে আরা জানান, তিনি স্বামী আতাউর রহমান ও ছোট ভাই বাবুকে নিয়ে মোহাম্মদপুরের বাসাটিতে ভাড়া থাকেন। দুদিন আগে তার বড় ভাই রাসেল গাজীপুর থেকে ওই বাসায় বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার ২২ মার্চ সকালে হোসনে আরা ও তার স্বামী আতাউরের মধ্যে পারিবারিক বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। তখন বাবু তাদের থামাতে গেলে তার সঙ্গেও চড়াও হয় আতাউর। তখন তাদের দুজনের মধ্যেও সামান্য হাতাহাতি হয়।

 

 

তিনি আরও জানান, আজ ভোরে যখন একই রুমে তারা সবাই ঘুমিয়ে ছিলেন তখন আতাউর রান্নাঘরে গিয়ে গরম পানি করে। এর কিছুক্ষণ পর সেই গরম পানি রুমে নিয়ে বাবু ও রাসেলের শরীর ঢেলে দেয়। এতে তাদের দুজনের মুখ, বুক ও পেট সহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাসেলের শরীরের ১৪ শতাংশ ও বাবুর ১৮ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

 

 

রাঙামাটিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

স্বামীর

স্বামীর

 

 

Leave A Reply

Your email address will not be published.