মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যত দিন রাজনীতির মাঠে থাকবে, তত দিন দেশের রাজনীতিতে অস্থিরতা, সংঘাতের অবসান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
আজ শনিবার দুপুরে ফেনীতে অনুষ্ঠিত জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে শহরের ট্রাংক রোডের একটি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত ও ধর্মান্ধ শক্তি বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান মানে না। দেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতা-সংঘাত-সংঘর্ষ নতুন নয়। এটা ৫২, ৭১, ৭৫-এর পুরোনো বিরোধেরই বহিঃপ্রকাশ।
স্বাধীনতার পর ৫০ বছর অতিক্রান্ত হলেও এই বিরোধের সমাধান ও মীমাংসা হয়নি। ৫২ ও ৭১-এর মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত থাকা, ঐতিহাসিক সত্যকে অস্বীকার করার রাজনীতিই এই বিরোধের মূল কারণ। মুশতাক-জিয়া এই ৫২ ও ৭১ বিরোধী রাজনীতি সমাজে চাপিয়ে দিয়ে জাতিকে বিভক্ত করে বিরোধের রাজনীতিকে স্থায়ী রূপ দিয়েছে।
হাসানুল হক ইনু আরও বলেন, রাষ্ট্রের চিরশত্রুদের বর্জন ও পরাজিত করার রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সমানতালেই জনগণের দৈনন্দিন জীবনের দুঃখ, কষ্ট দূর করা, দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজ, লুটেরাদের দমন, দলবাজি, ক্ষমতাবাজি বন্ধ করতে সুশাসন ও সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জাসদ দেশের মেহনতি মানুষের কথা বলে। কেন্দ্রীয় ১৪ দলকে আরও গতিশীল করতে হবে। সম্মিলিত শক্তি দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতসহ সব অপশক্তিকে নির্মূল করতে হবে।
জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মির্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, জসিম উদ্দিন প্রমুখ।
জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দল প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সব বিভাগে প্রতিনিধি সভা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় ফেনী ছাড়াও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিরা অংশ নেন। দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভা শুরু হয়।
স্বাধীনতাবিরোধী স্বাধীনতাবিরোধী স্বাধীনতাবিরোধী