শ্রাবণের ১২ দিন পেরিয়ে গেছে। এ সময়ে দেশে অঝরধারার বৃষ্টির দেখা মেলেনি।তবে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। কিন্তু তা খুব একটা স্বস্তি এনে দিতে পারেনি।
গরমের অনুভূতি রয়েই গেছে। আবহাওয়াবিদেরা বলছেন, স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও অন্তত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, গত কয়েক দিনের তুলনায় এখন তাপমাত্রা কিছুটা কম। বলা যায়, আরামদায়ক পরিস্থিতি শুরু হয়েছে। শনিবার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে।
ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
দেশে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।