সোমবার থেকে ইউক্রেনের বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি শুরু হতে পারে

ইউক্রেনের ওদেসা বন্দরে শস্যভর্তি ১৬টি জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। সোমবার ইউক্রেনের বন্দর ছাড়তে পারে শস্য রপ্তানিকারী প্রথম জাহাজটি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা বলেছেন। আল–জাজিরা জানায়, সম্প্রতি সম্প্রচারমাধ্যম কানাল–৭–কে সাক্ষাত্কার দিয়েছেন কালিন। তিনি বলেছেন, ইস্তাম্বুলের যৌথ সমন্বয়কেন্দ্র সম্ভবত খুব শিগগির রপ্তানি রুটের চূড়ান্ত কাজ শেষ করবে।

এর আগে গত শুক্রবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেশ কয়েকজন যুদ্ধবন্দী নিহত হওয়া নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়। তবে এর মধ্যেও ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য রপ্তানি শুরুর প্রক্রিয়া থেমে যায়নি।

ইউক্রেনের কয়েকটি অঞ্চলে তীব্র লড়াই চলতে থাকায় খাদ্যশস্য রপ্তানি নিয়ে অনিশ্চয়তা থেকে গেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে গত শনিবার বলা হয়, জাহাজগুলো অবশ্যই রওনা করবে।

সোমবার থেকে ইউক্রেনের বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি

 

ওদেসায় নিযুক্ত আল-জাজিরার প্রতিবেদক জন হেনড্রেন বলেছেন, ২ কোটি ৫০ লাখ টন শস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে পাঠানো হবে। জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই মস্কো ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত শস্য রপ্তানি চুক্তির আওতায় শস্যগুলো পাঠানো হচ্ছে।

হেনড্রেন আরও বলেন, ইউক্রেন ছাড়ার অপেক্ষায় থাকা এ জাহাজগুলোর জন্য একটি নিরাপদ পথ নিশ্চিত করা হয়েছে। শস্য রপ্তানির প্রস্তুতি দেখতে শুক্রবার জেলেনস্কি ওদেসা অঞ্চলের চেরনোমরস্ক বন্দর পরিদর্শন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম জাহাজে চালান ওঠানো হচ্ছে। তবে জেলেনস্কির আশার বাণী সত্ত্বেও এখন পর্যন্ত কোনো জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে যায়নি।

ইউক্রেনের মাইকোলাইভ শহরে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্যতম ধনী ওলেক্সি ভাদাতুরস্কি ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। ভাদাতুরস্কি দেশটির অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা। তিনি ‘হিরো অব ইউক্রেন’ পুরস্কারও পেয়েছিলেন। জেলেনস্কি ভাদাতুরস্কির মৃত্যুকে ইউক্রেনের জন্য বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কেও ব্যাপক লড়াই চলছে। ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনের ফসল উৎপাদন এ বছর স্বাভাবিক পরিমাণের অর্ধেক হতে পারে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য রুশ আক্রমণের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্যসংকট প্রতিরোধ করা। বিকল্পভাবে শস্য রপ্তানির উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

সোমবার থেকে ইউক্রেনের বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের নৌবাহিনী আগামী কয়েক মাসের মধ্যে হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র পাবে। এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ক্ষেত্রটি রুশ স্বার্থের ওপর নির্ভর করবে। পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আর্কটিক ও কৃষ্ণসাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে আরও সামরিক শক্তি বাড়াবে রাশিয়া।

এদিকে শুক্রবারের মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে কয়েক ডজন ইউক্রেনীয় বন্দীর মৃত্যুর তদন্তের জন্য সমালোচনার মুখে জাতিসংঘ ও রেডক্রসের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন।

 

 

সোমবার সোমবার সোমবার

 

 

জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়াচ্ছে মিয়ানমার জান্তা

ইরানে বন্যার্তদের জন্য আরও ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক

Leave A Reply

Your email address will not be published.