সিলেটে নতুন পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শনিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী কাদিমনগর ইউনিয়ন পরিষদের বড়োশালায় হোটেলটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী সময়ে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান, মহিবুর রহমান, অগ্রণী বাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশের সিলেট অঞ্চলের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জিওসি মেজর জেনারেল হামিদুল হক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মাদ জাকারিয়া বলেন, সিলেট অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা যাতে করে আন্তর্জাতিক মানের আতিথেয়তার সুযোগ নিতে পারেন সে জন্য পাঁচ তারকা হোটেলের উদ্যোগ নিয়েছেন তাঁরা।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের বিভিন্ন সুযোগ-সুবিধার বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী। তিনি বলেন, তাঁদের হোটেলে ২৩৫টি কক্ষ, সুইমিংপুল, ব্যয়ামাগার (জিম), স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল এবং শিশুদের জন্য ফ্যান্টাসি আর্কেড নামক খেলার জায়গা রয়েছে। এ ছাড়া আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৫৫০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষ ব্যাংকুয়েট হল আছে। সেখানে সামাজিক অনুষ্ঠানসহ করপোরেট প্রতিষ্ঠান বিভিন্ন সভা, সেমিনার ও সম্মেলনের আয়োজন করতে পারবে।
নতুন