সিরিয়ায় বিমানবন্দরসহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় ৫ সেনা নিহত

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের দক্ষিণের কিছু স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে পাঁচ সিরীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

খবর রয়টার্সের।

আজ শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা দল বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। সেনা নিহত হওয়ার পাশাপাশি মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সিরিয়ায় বিমানবন্দরসহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় ৫ সেনা নিহত

তবে হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অঞ্চলটির কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই আকাশপথ ব্যবহার করে সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ অন্য মিত্র গোষ্ঠীগুলোকে ক্রমাগত অস্ত্রের জোগান দিয়ে যাচ্ছে ইরান। আর সে সরবরাহ পথ ব্যবহারে ব্যাঘাত ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরালো করেছে ইসরায়েল।

সিরিয়ায় বিমানবন্দরসহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় ৫ সেনা নিহত

সিরিয়ায় নিজেদের বাহিনী এবং মিত্র যোদ্ধাদের কাছে স্থলপথে সামরিক সরঞ্জামাদি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর থেকে তেহরানের কাছে আকাশ পরিবহনব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে পড়েছে।

২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়। এমন অবস্থায় বিভিন্ন বিদেশি শক্তি সিরিয়ায় একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের খেলায় মেতে ওঠে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়েছে লাখো মানুষ।

 

রাশিয়ার সঙ্গে বাণিজ্য বেড়েছে ইরানের: পুতিন

চীন উইঘুর মুসলিমদের নিয়ে নিজের অপপ্রচারে কি বিশ্বাস করে

 

Leave A Reply

Your email address will not be published.