মুক্তার হাসান, এনায়েতপুরঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদসহ বিএনপির সাত নেতাকর্মী ও জামায়াতে ইসলামীর দুই জনসহ নয়জনকে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক- বিজয় আহম্মেদ, খুকনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক- মিজানুর রহমান মজনু, যুগ্ন আহ্বায়ক- সেলিম আহম্মেদ, সদস্য- সামছুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক- রঞ্জু মিয়া ও মুনছুর আলীসহ জামায়াতে ইসলামীর দুইজন।
গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু ও এনায়েতপুর থানা বিএনপি।
সাইদুর রহমান বাচ্চু এক বিবৃতিতে বলেন, দেশে এখন চলছে আওয়ামী বর্বর শাসন। সাধারণ মানুষসহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহ্বায়কসহ নয়জন নেতাকর্মী গ্রেফতার বর্তমান সরকারের নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান জানাই।
এ ব্যাপারে জানতে চাইলে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, জিআর ওয়ারেন্টভুক্ত আসামীদের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে।