সামাজিক যোগাযোগমাধ্যম আসার পর তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। ভক্তরা যেমন প্রিয় তারকার হালহকিকত সম্পর্কে নিয়মিত জানতে পারছেন, তেমনি তারকারাও সহজে দর্শকদের নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারছেন। তবে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিন্ন দিকও দেখছেন।
ফ্রেন্ডস তারকা মনে করেন, সামাজিকমাধ্যম আদতে তারকাদের ক্ষতিই করছে।
ভ্যারাইটির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডার বলেন, ‘অন্তর্জাল মানুষের মধ্যে জনপ্রিয় হওয়ার নতুন এক সংস্কৃতি চালু করেছে। মানুষ সত্যি সত্যি কিছু না করেই খ্যাতি পেয়ে যাচ্ছে।’ অভিনেত্রী শুধু এটুকুতেই থেমে থাকেননি, কিছু না করেই জনপ্রিয়তা পাওয়া তারকাদের নামও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি বলতে যাচ্ছি প্যারিস হিলটন, মনিকা লিওনস্কিসহ অন্যদের কথা।’
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার আগেই তারকা খ্যাতি পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন ৫৩ বছর বয়সী অভিনেত্রী জেনিফার। তিনি বলেন, ‘এসব আসার আগেই চলচ্চিত্র দুনিয়ায় কাজের স্বাদ পেয়েছি, এ জন্য আমি নিজেকে সব সময়ই ভাগ্যবান মনে করি। এখন বিষয়টি পুরো আলাদা…অনেক স্ট্রিমিং সার্ভিস, অনেক মানুষ। এখন টিকটক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। আপনি চাইলেই পরিচিতি পেতে পারেন। এটা আসলে অভিনয়শিল্পীদের কাজকে আড়াল করে দিচ্ছে।’
সিনেমায় অভিনয় কমিয়ে দিলেও ২০১৯ সালে নেটফ্লিক্সের ছবি ‘মার্ডার মিস্ট্রি’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান জেনিফার অ্যানিস্টন। এখন ওই ছবির সিকুয়েল নিয়েই ব্যস্ত তিনি। এ ছাড়া অ্যাপল টিভি প্লাসের দ্য মর্নিং শো দিয়েও ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।