সামাজিক মাধ্যমে পোস্টের কারণে সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্যমতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল।

ডিএডব্লিউএন বলছে, কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ আল-কাহতানি। দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তাঁর এ সাজা হয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্টের কারণে সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

অধিকার গোষ্ঠীটির ভাষ্য, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।

নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীন দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন।

ডিএডব্লিউএন ওয়াশিংটনভিত্তিক অধিকার গোষ্ঠী। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সৌদির প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি। তিনি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হন। সৌদির বর্তমান শাসকদের কড়া সমালোচক ছিলেন খাসোগি।

নুরাহর কারাদণ্ডের বিষয়ে সৌদির আদালতের নথির একটি অনুলিপি ‘শেয়ার’ করেছে ডিএডব্লিউএন। কিন্তু এই নথির বিষয়বস্তু যাচাই করতে পারেনি এএফপি।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে পোস্টের কারণে সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

 

নুরাহ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তাঁকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তাঁর গুরুদণ্ড হয়।

ডিএডব্লিউএনের উপসাগরীয় অঞ্চলের গবেষণা পরিচালক আবদুল্লাহ আলাউদ বলেন, চলতি মাসেই সৌদিতে সালমা আল-শেহাব নামের এক নারীর ৩৪ বছরের কারাদণ্ড হয়। এ ঘটনার কয়েক সপ্তাহের ব্যবধানে নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো।

সৌদি আরবে সমালোচকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের দমনপীড়নের অভিযোগ আছে।

 

 

 

ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি

শশী থারুর কি কংগ্রেস সভাপতি হতে চান

Leave A Reply

Your email address will not be published.