সরকার দেশের মানুষের সঙ্গে তামাশা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
তিনি বলেন, সরকার বন্যার্তদের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বন্যার্তদের মধ্যে এ অর্থ ভাগ করে দিলে সবার ভাগে দেড় টাকা করে পড়বে। এর মাধ্যমে তারা (সরকার) বন্যার্তদের সঙ্গে তামাশা করছে, দেশের মানুষের সঙ্গে তামাশা করছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আজম বলেন, সিলেট, উত্তরাঞ্চলসহ সারা দেশের বন্যার্তদের পাশে থাকবে বিএনপি। তাঁদের জন্য ত্রাণ নিয়ে যাবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘আমরা দেখলাম কুমিল্লার ভোটে স্বতন্ত্রপ্রার্থী সাক্কু এগিয়ে। তখন চারটি কেন্দ্র ভোট গণনা বন্ধ রাখা হলো। এরপর হঠাৎ কোন কোন সিদ্ধান্তে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো।
সেসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। এতে প্রমাণ হয়, এ নির্বাচন কমিশনের অধীন ভোটে যাওয়া যাবে না। এটাও আগের নির্বাচন কমিশনের মতো। তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না।
আহমেদ আজম বলেন, দেশের মানুষ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায়, যে সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, হারুন রশিদসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা এতে অংশ নেন।