সিনেমা ও সমাজসেবায় এবং দেশের সড়কপথ নিরাপদ করতে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মাননা পাচ্ছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রবক্তা একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘ট্র্যাব’ নামে একটি সংগঠন তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করছে। ১৯ নভেম্বর বিকালে রাজধানীর ঢাকা ক্লাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এ প্রাপ্তি প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সম্মাননা পাওয়ার আশায় কিন্তু আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করছি না। আমি মনে করি, একজন নাগরিক হিসাবে দায়িত্ববোধের জায়গা থেকেই আমি কাজ করে যাই। তবে পুরস্কারপ্রাপ্তির কথা এলে মন ভীষণ খারাপ হয়ে যায়। কারণ, আমার এমন অনেক সিনেমা রয়েছে, যেসব সিনেমা দিয়ে আমার বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার শতভাগ সম্ভাবনা ছিল; কিন্তু পাইনি। তবে আফসোস নেই। এ জীবনে অনেক কিছু পেয়েছি। এতেই শুকরিয়া।’ এদিকে ইলিয়াস কাঞ্চন এরই মধ্যে শেষ করেছেন ‘নয়া দরবেশ’ নামে একটি সিনেমার কাজ। এটি পরিচালনা করেছেন শাহ আলম নূর। এদিকে পাবনায় প্রয়াত স্ত্রী জাহানারার নামে বেশ আগে একটি স্কুল প্রতিষ্ঠা করেন এ অভিনেতা। সেই স্কুলকে ঘিরে একটি বাজার তৈরি হয়েছে। স্থানীয়রা ভালোবেসে এ বাজারের নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’। বিষয়টি নিয়ে বেশ আপ্লুত বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।