সচিব হলেন দুজন

সরকার দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতি  দুই কর্মকর্তা হলেন কাজী ওয়াছি উদ্দিন ও মু. মোহসীন চৌধুরী।

সচিব হলেন দুজন

 

ওয়াছি উদ্দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁকে একই মন্ত্রণালয়ের সচিব করা হলো।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে সচিব পদে চুক্তিতে থাকা শহীদ উল্লা খন্দকারের স্থলাভিষিক্ত হবেন ওয়াছি উদ্দিন।

সচিব হলেন দুজন

অন্যদিকে মোহসীন চৌধুরী বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে।

 

 

হলেন

বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন রানির শেষকৃত্যে

 

Leave A Reply

Your email address will not be published.