শিশু ফাতেমার জন্য ৫ লাখ টাকা দিল ট্রাস্টি বোর্ড

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন হারানোর সময় জন্ম নেওয়া শিশু ফাতেমার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ড।

ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে ২৮ আগস্ট শিশুটির আইনগত অভিভাবকের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো. রাফিউল ইসলাম।

রাফিউল ইসলাম বলেন, ‘শিশুটির আইনগত অভিভাবকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে হলফনামা প্রস্তুত করা হয়েছে। হলফনামা শিগগির আদালতে দাখিল করা হবে।’

শিশু ফাতেমার জন্য ৫ লাখ টাকা দিল ট্রাস্টি বোর্ড

 

৭ আগস্ট হাইকোর্ট এ অর্থে পরিশোধে ট্রাস্টি বোর্ডকে এক মাস সময় দিয়েছিলেন। তার আগে গত ১৯ জুলাই হাইকোর্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে এই অর্থ দিতে বলেছিলেন।

১৬ জুলাই ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাঁদের ছয় বছরের মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কে এক মেয়েসন্তান জন্ম দেন। উপজেলার কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম রাখা হয় ফাতেমা। পরে শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে আনা হয়।

নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

গত ১৯ জুলাই দেওয়া আদেশে হাইকোর্ট নবজাতকের দেখভাল ও তদারকির জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণসচিবকে নির্দেশ দেন।

নবজাতকের কল্যাণে নেওয়া পদক্ষেপ জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলেন আদালত।

শিশু ফাতেমার জন্য ৫ লাখ টাকা দিল ট্রাস্টি বোর্ড

 

রুলে নবজাতকের আইনগত অভিভাবককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে ট্রাস্টি বোর্ডকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণসচিব, সড়ক পরিবহনসচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, সড়ক পরিবহন আইনের ৫৪ ধারায় গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাকমালিককে রুলের জবাব দিতে বলা হয়।

 

তবে ১৫ দিনের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে এ অর্থ পরিশোধে সময় চেয়ে হাইকোর্টের আদেশ সংশোধনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবেদন করেছিলেন। এ আবেদনের ওপর শুনানি নিয়ে ৭ আগস্ট হাইকোর্ট এক মাস সময় দেন।

 

 

ফেসবুক-ইউটিউব থেকে ছয়টি ভিডিও লিংক অবিলম্বে সরাতে নির্দেশ

উস্কানিমূলক ৬ ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

Leave A Reply

Your email address will not be published.