ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের এমবিএ’র এক ছাত্রের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম সৈকত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী তিনি।
জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে তার শরীর হঠাৎ খারাপ লাগা শুরু হয়। বেশি খারাপ অবস্থা হলে রুমমেটদের বিষয়টা জানায়। পরে ১১টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরই তিনি মৃত্যবরণ করেন।
তার হ্যার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ডাক্তার।
এ বিষয়ে বিজয় ৭১ হলের হল সংসদের এজিএস আবু ইউনূস বলেন, সকালে তার রুমমেটরা তাকে হাসপাতালে নিয় আসে। আধা ঘণ্টা হলো তার মৃত্যু হয়েছে। তার হার্ট অ্যাটার্কে মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।
বিজয় ৭১ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল বাসার বলেন, তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আমি আর ভিসি স্যার ঢাকা মেডিকেলে তার পাশে আছি।