ভারতের দিল্লিতে মুসলমানদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সমাবেশে মুজিববর্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করেছেন তারা।
রবিবার (০১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শান্ত চত্বরে এসে মিছিলটি শেষ হলে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা।
বক্তব্যে দিল্লিতে মুসলমানদের উপর হামলার কঠোর সমালোচনা করা হয়। এ সময় মুজিববর্ষে বাংলাদেশে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির আগমনের তীব্র প্রতিবাদ জানায় তারা।
মিছিল শেষে সমাবেশের বক্তৃতায় পদার্থবিজ্ঞান বিভাগের সোহান বলেন, “ভারতে এরকম একটা সাম্প্রদায়িক হামলার পড়েও অসাম্প্রদায়িকতার বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীতে যদি মোদিকে আনা হয় তাহলে ছাত্র সমাজ অবশ্যই কথা বলবে।”
উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বিভাগের শিক্ষার্থীরা।