চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক, বৃত্তিমূলক ও অরাজনৈতিক সংগঠন ‘ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন হোসেন জয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির অনুমোদন করেন সংগঠনের উপদেষ্টা এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি জনাব আব্দুল করিম। এরপর ২০১৮-১৯ সেশনের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি শামিম হাসান।
এর আগে শাহাদাত হোসেন সোহাগ কমিটির সাধারণ সম্পাদক এবং আল-আমিন হোসেন জয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও রেজাউল করিমকে সিনিয়র সহ-সভাপতি এবং ইশতিয়াক আলম অন্তুকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, ‘শেকড়ের টানে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারী চাকসুতে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে দ্বীপের রানী খ্যাত ভোলা জেলার ছাত্রছাত্রীদের এই সংগঠন। এনিয়ে চতুর্থবারের মত কমিটি গঠন করলো ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।