শিক্ষামন্ত্রী আবার করোনায় আক্রান্ত

শিক্ষামন্ত্রী দীপু মনি দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের শনিবার রাতে প্রথম আলোকে এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী

 

 

আবুল খায়ের জানান,  শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রী সবার দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শিক্ষামন্ত্রী

 

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

 

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী: বাহাউদ্দিন নাছিম

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রী-র মৃত্যু

Leave A Reply

Your email address will not be published.