শর্মিলী আহমেদের মৃত্যুতে বন্ধ হচ্ছে ধারাবাহিক

ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড-এর পুরো শুটিং টিমটাই ছিল একটি পরিবারের মতো। সেই পরিবারের মধ্যমণি ছিলেন শর্মিলী আহমেদ। কারও কাছে তিনি ‘মা’, কারও কাছে ‘খালা’, কেউবা ডাকতেন ‘আপা’, ছোটদের কাছে ‘দাদি’। শুটিংয়ে সবারই প্রিয়মুখ ছিলেন তিনি। শুধু পরিচালক বা অভিনয়শিল্পী নন, চিত্রগ্রাহক, লাইটম্যান থেকে শুরু করে প্রোডাকশনের ছেলেটিরও খোঁজ রাখতেন বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী।

রাখতেন, কারণ গত ৮ জুলাই প্রয়াত হয়েছেন শর্মিলী আহমেদ। হঠাৎ তাঁর মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ধারাবাহিকের ভবিষ্যৎ।

মৃত্যুর আগে অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর ছয় দিনের দৃশ্য চিত্রনাট্যে আলাদা করে রাখা হয়েছিল। আশা ছিল, সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন তিনি। কিন্তু শর্মিলী আহমেদের আর ফেরা হয়নি। তাঁর হঠাৎ চলে যাওয়ার পর এখনো শুরু হয়নি ধারাবাহিকটির শুটিং। তাঁকে বাদ দিয়ে শুটিং করতে চান না পরিচালক মোস্তফা কামাল রাজ।

এখন পরিকল্পনা চলছে ধারাবাহিকটি শেষ করে দেওয়ার। পরিচালক বলেন, ‘শর্মিলী আন্টি ছিলেন গল্পের প্রাণ। আমরা তাঁর ফেরার অপেক্ষায় ছিলাম। তাঁকে ছাড়াই ছয় দিন শুটিং করেছি। আন্টি মারা যাওয়ার পর শুটিং থেকেই আমাদের মন উঠে গেছে। আমাদের টিমই দুর্বল হয়ে গেছে। আগের যে দৃশ্যগুলো বাদ রেখেছি, সেগুলো নতুন করে শুটিংয়ের মানসিকতা নেই। শুটিংয়ে গেলেই কষ্ট লাগবে। তিনি এমন এক মানুষ ছিলেন, শুটিংয়ে গেলে প্রতিমুহূর্তে তাঁর কথা মনে পড়বে। এখন ঘষামাজা করে কাজটি করতে চাই না। তাঁর বিকল্পও কাউকে ভাবছি না। সিদ্ধান্ত নিয়েছি, ৫২ পর্বেই নাটক শেষ করব। শর্মিলী আন্টিকে ছাড়া এই নাটক বানাতেই হবে, এমন কোনো কথা নেই। একজন আপন মানুষের জন্য এটা আমাদের ভালোবাসা।’

শর্মিলী আহমেদের মৃত্যুতে বন্ধ হচ্ছে ধারাবাহিক

শর্মিলী আহমেদকে স্মরণ করে ধারাবাহিকটির অভিনেত্রী রুনা খান বলেন, ‘তাঁর সঙ্গে আগে বৃষ্টিদের বাড়িসহ অনেকগুলো নাটকের শুটিং করেছি। কিন্তু ২০১৯ সাল থেকে ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড করতে এসে আমাদের সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গিয়েছিল। শুধু আমার কথাই বলব না; ফারিয়া, সারিকাদের কথা বলি, তারাও একই কথা বলবে।

একসঙ্গে খেতাম, আড্ডা হতো। আন্টি আমাদের জন্য কত কী যে নিয়ে আসতেন, ভাগাভাগি করে খেতাম। আমাদের প্রেম, বিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা হতো। বয়সে হয়তো আমরা তাঁর মেয়ের চেয়ে ছোট কিন্তু তিনি ছিলেন খুবই মিশুক। ভাবছিলাম, শর্মিলী আন্টিকে ছাড়া কীভাবে শুটিংয়ে মানিয়ে নেব। আজ শুনলাম, নাটকটির শুটিং শেষ হতে যাচ্ছে।’

শর্মিলী আহমেদের মৃত্যুতে বন্ধ হচ্ছে ধারাবাহিক

 

টেলিভিশন ধারাবাহিকের যখন জনপ্রিয়তা কমছে, সেই সময় সাড়া ফেলে ফ্যামিলি ক্রাইসিস। দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে সালমা, রুমা, শেফালি, রায়হান চরিত্রগুলো। পরে পরিচালক ঘোষণা দেন নাটকটির সিকুয়েলের। চলতি বছরের ৩০ মার্চ থেকে নতুন গল্পে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’–এর প্রচার শুরু হয়। নাটকে শর্মিলী আহমেদে ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, তামিম মৃধা, শামীম হাসান সরকার, সারিকা সাবাহ প্রমুখ। এখন পর্যন্ত নাটকটির ৩৪ পর্ব প্রচারিত হয়েছে।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.