লিজেন্ডস ক্রিকেট লিগে মাশরাফির দল ইন্ডিয়া ক্যাপিটালস

লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) যাত্রা শুরু করেছে এ বছরই। এলএলসির প্রথম প্রতিযোগিতা হয়েছে এ বছরের জানুয়ারিতে, মাসকটে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা এ লিগের দ্বিতীয় আসরটি ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে ভারতের ছয়টি শহরে।

এবারের লিজেন্ডস লিগে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাঁকে দলে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস।

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলার প্রস্তাব মাশরাফি আগেই পেয়েছিলেন। গত মাসে প্রস্তাব পাওয়ার পর কথাও বলেছিলেন মাশরাফি। তখন তিনি বলেছিলেন, ‘আমি খেলার প্রস্তাব পেয়েছি। তবে এখনো কিছু জানাইনি। খেলব কি না, এখনো সিদ্ধান্ত নিইনি।’

লিজেন্ডস ক্রিকেট লিগে মাশরাফির দল ইন্ডিয়া ক্যাপিটালস

লিজেন্ডস লিগে সাধারণত সাবেক ক্রিকেটাররা খেলেন। ২০২০ সালে জাতীয় ক্রিকেট দলে শেষ খেললেও এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি মাশরাফি।

লিজেন্ডস ক্রিকেট লিগে মাশরাফির দল ইন্ডিয়া ক্যাপিটালস

 

২২ দিনের এই লিগ আয়োজন করা হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লিগের এ প্রতিযোগিতায় মোট ম্যাচ ১৫টি। মাসকটে এলএলসির প্রথম আসরে দল ছিল তিনটি। সেবার ভারত মহারাজাসকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ কাইফ, ড্যারেন স্যামি ছিলেন জায়ান্টসের অধিনায়ক আর মিসবাহ-উল–হক নেতৃত্ব দিয়েছিলেন লায়ন্সকে।

ফাইনালে লায়ন্সকে ২৫ রানে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জায়ান্টস।

 

 

শ্রীলংকার কাছেও হার, এশিয়া কাপ শেষ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরিয়ান ডেভিড

 

Leave A Reply

Your email address will not be published.