বারান্দা থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুরে ঘরের বারান্দা থেকে এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্বামী

আজ সোমবার সকালে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত নারীর পরিবার।
ওই নারীর নাম মদিনা আক্তার (৩৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মাসুদ রানার স্ত্রী। মদিনা তাঁর স্বামী মাসুদ রানার সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। মদিনা ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মাসুদ রানা স্থানীয় আমান কটন নামের একটি কারখানায় চাকরি করেন। আজ ভোরে মদিনার প্রতিবেশীরা বারান্দায় মদিনার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

লাশ

নিহত নারীর ছোট ভাই মো. মোফাজ্জল হোসেন বলেন, তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় থাকেন। আজ সকালে বোনের লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। পরে তিনি সেখানে গিয়ে দেখতে পান বারান্দার চালের সঙ্গে তাঁর বোনের লাশ ওড়নার সঙ্গে প্যাঁচানো অবস্থায় ঝুলছে।

এদিকে বোনের স্বামী মাসুদ রানাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ।

 

মোফাজ্জল জানান, প্রায় ১৮ বছর আগে মাসুদ রানার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। মাসুদ রানা ও তাঁর বোনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মোফাজ্জল তাঁর বোনের সন্তানদের বরাত দিয়ে বলেন, মাসুদ রানা বেশ কিছুদিন ধরে চাকরি ছেড়ে দিতে চাচ্ছিলেন। এ জন্য তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। চাকরি ছেড়ে দেওয়ার কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল। এ বিষয় নিয়ে গতকাল রাতেও স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন মাসুদ রানা। এরপর আজ ভোরে প্রতিবেশীরা বারান্দায় মদিনার ঝুলন্ত লাশ দেখতে পান।

স্বামী

মোফাজ্জল দাবি করেন, পারিবারিক কলহের জেরে তাঁর বোনকে হত্যা করে মাসুদ রানা পালিয়ে গেছেন। এ ঘটনায় তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরশাদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আজ সকাল থেকেই নিহত নারীর স্বামী পলাতক। তাঁর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পোশাক পোশাক

হুমকির মুখে ভারতের পররাষ্ট্রনীতির অর্জন

আ.লীগে ভালো লোকের অভাব নেই: কাদের

Leave A Reply

Your email address will not be published.