রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ আশার আলো দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

এত দিন পর রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে। এটা আমাদের জন্য একটি ভালো খবর।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বন্যাপরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিতের লক্ষ্যে জেলাপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

রোহিঙ্গা

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এর আগে গত বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেন। তবে কবে থেকে কত সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

রোহিঙ্গা

এদিকে গতকাল বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, একটি মহল নানাভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। এর মাধ্যমে তারা সরকারের জনকল্যাণমূলক কাজকে আড়াল করতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই তাদের এমন অপপ্রয়াস।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

 

 

জাতীয় কবির সৌধে সর্বসাধারণের শ্রদ্ধা

 

Leave A Reply

Your email address will not be published.