সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বালুবাহী একটি ট্রাকের চাপায় ভানু বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার সিরাজগঞ্জ কাঠেরপুল-ধানগড়া আঞ্চলিক সড়কের পাঙ্গাসী সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভানু বেগম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রাম থেকে সদর উপজেলার কালিদাসগাঁতী এলাকায় বোনের বাড়ি যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রায়গঞ্জ উপজেলার কাঠেরপুল-ধানগড়া আঞ্চলিক সড়কের পাঙ্গাসী সেতুর পূর্ব পাশে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে ধরতে পারেননি। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বালুবাহী ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার চাইলে মামলা করতে পারে। তখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকের