ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন কিছু প্রযুক্তি রাশিয়ায় রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে সোমবার ২৫ এপ্রিল এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাজ্যও এমন কিছু প্রযুক্তি ও পণ্য রাশিয়ায় রফতানি নিষিদ্ধ করছে যা ইউক্রেনের জনগণকে দমনে ব্যবহৃত হতে পারে। এ সব পণ্যের মধ্যে প্রযুক্তিগত আড়িপাতা ও পর্যবেক্ষণ সরঞ্জাম রয়েছে।
এ ছাড়া ইউক্রেন থেকে আমদানিকৃত সকল্য পণ্যের ওপর থেকে শুল্ক কোটা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।
ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া
কাবুলে হাইস্কুলে ৩ বিস্ফোরণ, বহু হতাহত