রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন।
পেট্রল ও বেনজিন কেনার চুক্তির শর্তাবলি চূড়ান্ত করতে মস্কোতে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব নিশ্চিত করেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল মস্কোয় অবস্থান করছে। গম, তেল ও গ্যাস আমদানিতে চুক্তি চূড়ান্ত করতে দলটি কাজ করছে।
এক বার্তায় হাবিবুর রহমান রয়টার্সকে বলেন, ‘রুশ পক্ষের সঙ্গে তাঁরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ চুক্তি সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দপ্তরের একটি সূত্র বলেছে, তাঁর মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি টেকনিক্যাল টিম চুক্তির বিষয়ে কাজ করতে মস্কোয় অবস্থান করছে। এর আগে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধিদল এ মাসে মস্কো সফর করেছিল।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা চুক্তির খসড়া নিয়ে কাজ করছি। পেট্রল ও বেনজিন আমদানির বিষয়ে আমরা প্রায় একমত হয়েছি।’
তবে যোগাযোগ করা হলে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করতে আগস্টের মাঝামাঝি ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজির নেতৃত্বে রাশিয়া সফরে যায় একটি প্রতিনিধিদল। এরপরই চুক্তির বিষয়টি সামনে আসে।
এমন সময় তালেবান প্রশাসন মস্কোর সঙ্গে এই জ্বালানি চুক্তি করতে যাচ্ছে, যখন অন্য দেশগুলোকে রাশিয়ার তেল আমদানি থেকে বিরত রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
যদি এ চুক্তি সম্পন্ন হয়, বিদেশি দেশগুলো যে তালেবানের সঙ্গে ক্রমবর্ধমানভাবে ব্যবসা-বাণিজ্য করতে যাচ্ছে, এটা হবে তারই ইঙ্গিত। যদিও এক বছর আগে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাশিয়াসহ কোনো বিদেশি সরকার দাপ্তরিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি।
রাশিয়া ও তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান উভয়ই যুক্তরাষ্ট্রসহ বিদেশি দেশগুলোর অর্থনৈতিক অবরোধের মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আফগান কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনে অনিচ্ছুক আন্তর্জাতিক ব্যাংকগুলো।
দাপ্তরিক এক সূত্রমতে, কীভাবে অর্থ পরিশোধ করা হবে, এ নিয়ে তাঁদের একটি পরিকল্পনা আছে। তবে এ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নওশীন–হিল্লোল দম্পতি
ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি