ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে মস্কো।
গতকাল বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ধরনের সিদ্ধান্তকে অত্যন্ত অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে।খবর এএফপির।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নাজুক অবস্থার মধ্যে আছে। ৮ সেপ্টেম্বর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। আগামী সোমবার তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের অনেক নেতাকে আমন্ত্রণ জানানো হলেও তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।
গতকাল এ নিয়ে ক্ষোভ জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাজ্য শোককে ভূরাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। এটি অত্যন্ত অনৈতিক।
বিবৃতিতে আরও বলা হয়, এমন আচরণের মধ্য দিয়ে যুক্তরাজ্য রানির স্মৃতির প্রতি অবমাননা করছে। বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার লন্ডনে রানির শেষকৃত্যে পাঁচ শতাধিক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
তবে আমন্ত্রণ না পাওয়াদের তালিকায় রাশিয়ার পাশাপাশি বেলারুশ ও মিয়ানমারের নাম রয়েছে। এ তিন দেশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য।
ইউক্রেন হামলাকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা বিশ্বমঞ্চে রাশিয়া ও তার মিত্র বেলারুশকে বিচ্ছিন্ন করতে চাইছে। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্য ও এর মিত্ররা।
অপর দিকে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালানো এবং নির্বাচিত সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়া
এক সপ্তাহের মধ্যে ৯ পণ্যের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা