রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টার মধ্যে তিনি মারা যান। আজ হাসপাতাল থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একজনের মৃত্যু

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এর আগে ১৩ জুলাই হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে (৩০ নম্বর ওয়ার্ডে) ২৪টি শয্যা আছে। ওই ওয়ার্ডে বর্তমানে ১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ইউনিটে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

 

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একজনের মৃত্যু

 

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে  জেলার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬।

 

নুরুলকে ‘যোগ্য’ অধিনায়ক বললেন সাকিব

রিজার্ভ সংকটের প্রধান কারণ আসলে কী

 

Leave A Reply

Your email address will not be published.