Ultimate magazine theme for WordPress.

সাংসদ মোজাম্মেল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে তিনি এই শোক জানান।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেনের আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি এক পুত্রসহ অসংখ্য নেতাকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.