ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
ভোটের আগের দিন শুক্রবার জুমার নামাজ আদায় করার পর প্রয়াত বাবা-মার কবর জিয়ারত করে দোয়া চান তিনি। বাবা-মার জন্য দোয়া করার সময় অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
জুম্মার নামাজ শেষ করেই বনানীতে বাবা আবুল খায়ের সিরাজুল ইসলাম ও মায়ের কবর জিয়ারত করেন ঢাকা উত্তরের এই মেয়র প্রার্থী। তার সঙ্গে বেশ কয়েকজন দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মা-বাবার কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা উত্তরের সাবেক প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেন আতিকুল।
শনিবার সকাল আটটায় ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আতিকুল ইসলাম। তার বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করবেন তাবিথ আউয়াল।