সকাল আটটা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ভোট উপলক্ষে এই দুই সিটি করপোরেশনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে ঢাকায় আজ সাধারণ ছুটি। তাই নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া সকালে কেউ রাস্তায় বের হয়নি। কার্যত সকাল থেকে ঢাকা ছিল অনেকটাই ফাঁকা।
সকালে যদিও অল্প কিছু রিক্সা চলতে দেখা গেছে। গণপরিবহন যেমন বাস, টেম্পো কিংবা সিএনএজি, ট্যাক্সির চলছে না। রাস্তায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেলো কয়েকজনকে।