রাজধানীর গুলশান-২ এ মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে বিএনপি’র কোন এজেন্টের দেখা পাওয়া যায়নি। এই কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকালে সপরিবারে ভোট কেন্দ্রে আসেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫মিনিট তাবিথ আউয়ালের ভোট দেয়ার সময়ও বিএনপির মেয়রপ্রার্থীর কোনও এজেন্টের দেখা মেলেনি।সরেজমিনে দেখা গেছে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রের ভবনের প্রতিটি ফ্লোরে ৬টি করে বুথ রয়েছে। ৬টি ফ্লোরের কোনো ফ্লোরের বুথেই বিএনপির মনোনীত এজেন্ট দেখা যায়নি।ব্রেকিংনিউজের পক্ষ থেকে এ বিষয়ে তাবিথ আউয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্টরা সবাই আসবে। এতো সকাল সকাল এখনো কেউ এসে পৌঁছায়নি।
আওয়ামী লীগ মেয়র প্রার্থীর এজেন্ট এসে পৌঁছালেও বিএনপির এজেন্টের কেন এত দেরি? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, আমার সাথে সব এজেন্টের কথা হয়েছে তারা রাস্তায়, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে।