সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের উৎসাহী তৎপরতাকে দুঃখজনক অভিহিত করে তাদের সীমার মধ্যে থেকে কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি বলেছে, দেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ জাতি প্রত্যাশা করে না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা যে তৎপরতা শুরু করেছে, তা নজিরবিহীন। এটা অত্যন্ত দুঃখজনক। কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিদেশি কোনো কূটনীতিক স্থানীয় নির্বাচনে এ ধরনের দৌড়ঝাঁপ করে, এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা গোটা জাতিকে হতাশ ও ব্যথিত করেছে।’
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তাদের সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে চায় তার দল- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের নেতা বলেন, ‘তারা আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে। কিন্তু দেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে এই ধরনের দৌড়ঝাঁপ জাতি প্রত্যাশা করে না। আশা করি, তাদের সীমার মধ্যে থেকে তাদের কথাবার্তা চিন্তা-চেতনা তুলে ধরবেন।’
নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপির ‘ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেন হানিফ। বলেন, সব ধরনের অপচেষ্টা নস্যাৎ করে দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচন সব ধরনের ভয়ভীতিমুক্ত পরিবেশে হোক। বিএনপির যারা এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে বিতর্কিত করার জন্য তাদের সন্ত্রাসী দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করে বিতর্কিত করতে চায় এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’
হানিফ আশা করেন ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।