রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬,৭০০ কোটি ডলার

চলতি ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫ বাজার ৮০০ কোটি মার্কিন ডলার বা ৫৮ বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। আর সেবা খাতের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০০ কোটি বা ৯ বিলিয়ন ডলার।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য ও সেবা মিলিয়ে ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে আয় হয়েছে ছয় হাজার কোটি ডলার।

এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ৭০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে।

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬,৭০০ কোটি ডলার

 

রপ্তানি প্রবৃদ্ধি অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকারের দেওয়া আর্থিক সুবিধা, রাশিয়া-যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশে করোনার প্রভাব, রপ্তানি সম্ভাবনাময় পণ্য ও সেবা খাতের বিকাশ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬,৭০০ কোটি ডলার

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ সালে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১০০ কোটি ডলার। এর বিপরীতে রপ্তানি আয় হয়েছে ছয় হাজার কোটি ডলারের বেশি। বৈশ্বিক বাজার চীন থেকে কিছুটা সরে যাওয়ার কারণে এটা হয়েছে। এ ছাড়া করোনার কারণে দুই বছর মানুষ সাশ্রয়ী ছিল। দুই বছর পর করোনা অনেকটা স্তিমিত হওয়ায় মানুষের মধ্যে কেনাকাটার প্রবণতা তৈরি হয়েছে। দুই বছরের কৃচ্ছ্রর কারণে যে চাহিদা পুঞ্জীভূত হয়েছে, তারা এখন সেই চাহিদা মেটাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক পণ্য লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে না, তারপরও কোথাও নেতিবাচক কিছু নেই। পোশাক খাত নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা ২০০৮ সালে শুনেছি, পোশাক খাতের খারাপ দিন আসবে। কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোচ্ছি।’

 

 

 

আয়ের

 

নদীর পাড়ে কমিশন কেন সিসি ক্যামেরা বসাতে চায় না

দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

Leave A Reply

Your email address will not be published.