রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির নামে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে এই আবেদন খারিজের আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার।
এর আগে মিরপুরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন বিএনপি নেতা আইনজীবী ওমর ফারুক ফারুকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে এই আবেদন করেন তিনি।
মামলায় বলা হয়েছিল, ১৫ সেপ্টেম্বর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপির জসীম, রনিসহ অনেকে গুরুতর জখম হন।