যুক্তরাষ্ট্রে একই সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই সঙ্গে কোভিড-১৯ ও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি, যা খুবই বিরল ঘটনা।

ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বে এরিয়া অঞ্চলের বাসিন্দা। কয়েক সপ্তাহ ভোগার পর সুস্থ হয়ে ওঠা এই ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম এনবিসির স্থানীয় সংস্করণ এনবিসি বে এরিয়াকে তাঁর অনুভূতির কথা জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তির নাম মিচো টম্পসন। এনবিসি বে এরিয়াকে তিনি বলেন, জুনের শেষের দিকে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর মধ্যেই তাঁর পিঠে, পায়ে, বাহুতে ও গলায় লাল ক্ষত দেখা দেয়।

মিচো বলেন, ‘চিকিৎসক খুব নিশ্চিত ছিলেন যে আমার মাঙ্কিপক্স হয়েছে এবং আমি দুটিতেই আক্রান্ত। এতেই প্রশ্ন তৈরি হয়েছিল, আমি একই সঙ্গে দুটিতে আক্রান্ত হতে পারি কি না। তখন তিনি (চিকিৎসক) বললেন, হ্যাঁ।’

 

একই সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

 

টম্পসন বলেন, একই সঙ্গে দুই রকমের ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ভুগেছেন তিনি। তাঁর মনে হচ্ছিল, ভয়াবহ রকমের জ্বরে ভুগছেন।

টম্পসন আরও বলেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না এবং পানিও পান করতে পারছিলাম না।’

মাঙ্কিপক্সের প্রকোপ বেড়ে যাওয়ায় গত শনিবার সর্বোচ্চ মাত্রার সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক উয়িনস্ল বলেন, বিরল ঘটনা হলেও একজন ব্যক্তি একই সঙ্গে মাঙ্কিপক্স ও কোভিড-১৯–এ আক্রান্ত হতে পারেন।

উয়িনস্ল আরও বলেন, ‘অবশ্যই এটি অসম্ভব কিছু নয়। এটিকে শুধু অসম্ভব রকমের দুর্ভাগ্য বলা যায়। এগুলো খুব আলাদা রকমের ভাইরাস।’

 

 

ঠাসা সূচিতেও ওয়ানডের ভবিষ্যৎ দেখেন ডি কক

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: মাউশির কর্মকর্তা গ্রেফতার

Leave A Reply

Your email address will not be published.