মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথা বলেছেন।

ক্রেমলিন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। তাঁরা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। সৌদি সফরকালে দেশটির যুবরাজের সঙ্গে বৈঠক করেন বাইডেন।

মোহাম্মদ

রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের মধ্যকার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা ওপেক প্লাসে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে পুতিন তেহরান সফর করেন। তেহরানে তিনি ইরান ও তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন। পুতিন তাঁর তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন।

 

মোহাম্মদ

 

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। এমন প্রেক্ষাপটে পুতিন ও মোহাম্মদ বিন সালমান তেলের বাজার নিয়ে কথা বললেন।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি গত সপ্তাহে সতর্ক করে বলেছে, আগামী বছর চাহিদার সঙ্গে তেলের সরবরাহ সংগতিপূর্ণ না–ও থাকতে পারে।

 

 

কিশোরীকে পুড়িয়ে হত্যার রোমহর্ষক বর্ণনা মিয়ানমার সেনার মুখে

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউর

Leave A Reply

Your email address will not be published.