কমলেই বাড়বে ঈদের খুশি।
ভাবছেন এ আবার কেমন কথা? কী কমলে বেড়ে যাবে এবারের ঈদের খুশি?
হ্যাঁ, টিভিএস মোটরসাইকেল নিয়ে এসেছে সেই খুশির বার্তা। আপনাদের ঈদের খুশি বাড়িয়ে দিতে এবার ঈদে মোটরসাইকেলের দাম কমিয়ে দিয়েছে টিভিএস। গ্রাহকেরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত কমে কিনতে পারছেন তাঁদের মোটরসাইকেল। তাহলে আর দেরি কেন? এই ঈদেই আপনার নতুন সঙ্গী হোক পছন্দের মোটরসাইকেলটি। টিভিএসের সঙ্গে ঈদের খুশি বেড়ে যাক কয়েক গুণ।
শুধু ঈদ উপলক্ষেই নয়, সারা বছরই রয়েছে টিভিএস অটো বাংলাদেশের নানা সুযোগ-সুবিধা। বছরজুড়ে ইএমআই বা সহজ মাসিক কিস্তি এবং ব্যাংক লোনের সুবিধা আপনার ঘরে পৌঁছে দিচ্ছে প্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডটি, সহজে এবং নিশ্চিন্তে।
আপনার স্বপ্নের টিভিএস বাইকটি এখন কিনতে পারবেন ৩৬ মাস পর্যন্ত ইএমআই-সুবিধায়। এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড, প্রিমিয়ার, এমটিবি, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা, ব্র্যাক, ইউসিবি, প্রাইম, সিটি, যমুনা, ঢাকা ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্সসহ বাংলাদেশের প্রধান সব ব্যাংকের ক্রেডিট কার্ডে এই ইএমআই সুবিধা পাওয়া যাচ্ছে।
এ ছাড়া ৬ থেকে ৬০ মাসের সহজ কিস্তিতে ১০০ শতাংশ পর্যন্ত ব্যাংক-ঋণ সুবিধায় কিনতে পারবেন টিভিএসের বাইক বছরজুড়ে। সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক থেকে এই ঋণ-সুবিধা পাওয়া যাবে। মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সঙ্গে থাকছে একাধিক মোটরসাইকেল কেনারও সুযোগ। দেশের যেকোনো প্রান্ত থেকেই এই ঋণ নিতে পারবেন আপনি।
সিটি ব্যাংক মোটরসাইকেল ঋণ’–এর আওতায় নারীরাও পাচ্ছেন সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা। এতে এককালীন কোনো টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। নেই কোনো প্রসেসিং ফি এবং কোনো রকম ডকুমেন্ট চার্জও। এত এত সুযোগ আপনার মোটরসাইকেল কেনার স্বপ্নকে এবার সত্যি করে তুলবে।
তাহলে আর দেরি কেন? আপনার পছন্দের বাইকটি কিনতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা টিভিএসের যেকোনো ডিলার পয়েন্ট বা শোরুমে।