তারকা উইকেটকিপার ব্যাটার ডি কককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে সবচেয়ে বেশি রান তারকা উইকেটকিপার ব্যাটার ডি ককের। সেঞ্চুরিয়ন তার প্রিয় ভেন্যুই বলা চলে। চার সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরিতে ১০ ম্যাচে ৭০.৯০ গড়ে তুলেছেন ৭০৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে তার সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংসও এই মাঠে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হয়েছিল এই মাঠে। যেখানে ডি কক খেলতে পারেননি। টাইগাররাও প্রথম জয় তুলে নিয়েছিল অনায়াসে।
দ্বিতীয় ওয়ানডেতে ডি ককের প্রত্যাবর্তনের ম্যাচে তার খুনে ব্যাটিং দেখেছিল বাংলাদেশ। দলও হেরেছে বড় ব্যবধানে। তৃতীয় ওয়ানডে তথা সিরিজ জয়ের মিশনে নেমে বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ ছিল ডি কক। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাকে সাজঘরে ফেরাল মেহেদী হাসান মিরাজ।
সপ্তম ওভারে প্রথম ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ, ৪৬ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ বলে ১২ রান করে মিরাজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ডি কক। তবে আজ শুরু থেকেই কিছুটা মন্থর ছিল তার ব্যাট। অন্যদিকে, আক্রমণাত্মক মালান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি চৌধুরী।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো জানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রেসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হারল বাংলাদেশ