মানিকগঞ্জে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী সম্পর্কে একটি ইউটিউব চ্যানেলে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করার অভিযোগে চাকরিচ্যুত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গতকাল শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর থানায় মামলাটি করেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস।

চাকরিচ্যুত ওই সেনা কর্মকর্তা নাম মো. হাসিনুর রহমান (৫৮)। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে ডিওএইচএস আবাসিক এলাকায় থাকেন। চাকরিচ্যুতির আগে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে হাসিনুর রহমান র‍্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।

মানিকগঞ্জে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে একটি ইউটিউব চ্যানেলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সম্পর্কে কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মিথ্যা বক্তব্য দেন হাসিনুর রহমান। এর মাধ্যমে তিনি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

মামলার বাদী আওয়ামী লীগের নেতা আবদুল কুদ্দুস বলেন, মো. হাসিনুর রহমানের অপপ্রচার সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে।

মানিকগঞ্জে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, গতকাল সংক্ষুব্ধ এক ব্যক্তি চাকরিচ্যুত এক সেনা কর্মকর্তাকে আসামি বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

 

চিত্রনায়িকা পরীমনির মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

মেয়রের দায়িত্ব ফিরে পেতে জাহাঙ্গীরের রিটের আদেশ আজ

Leave A Reply

Your email address will not be published.