ইসরায়েলি মক্কায় প্রবেশে সহায়তা করায় সৌদি নাগরিক গ্রেপ্তার

পবিত্র মক্কা শহরে এক অমুসলিমকে প্রবেশের ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমে কাজ করা একজন সাংবাদিককে শহরটিতে প্রবেশে সহায়তার জন্য সৌদি আরবের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় আজ শুক্রবার সৌদি আরবের পুলিশ এ তথ্য জানিয়েছে।

ওই সাংবাদিকের নাম গিল তামারি। তিনি ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩–এ কর্মরত। গত সোমবার টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে মক্কায় অনুপ্রবেশ করতে দেখা যায়। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র শহর মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষেধ।

ইসরায়েলি সাংবাদিককে প্রবেশে সহায়তা করায় সৌদি নাগরিক গ্রেপ্তার

পুলিশের বরাত দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর খবরেও সৌদি আরবের ওই নাগরিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ওই সাংবাদিকের নাম না উল্লেখ করে বলা হয়েছে, তিনি মার্কিন নাগরিক। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে পুলিশ।

সাংবাদিক গিল তামারির টুইটারে শেয়ার করা প্রায় ১০ মিনিটের ওই ভিডিওতে তাঁকে ‘মাউন্ট আরাফাতে’ ভ্রমণ করতে দেখা যায়। প্রতিবছর পবিত্র হজ পালনের সময় মুসলমান তীর্থযাত্রীরা সেখানে প্রার্থনার জন্য একত্র হন। ভিডিওতে ওই সাংবাদিক বলেন, তিনি জানতেন যে তিনি যা করছেন, তা আইনবিরোধী। তিনি শুধু ‘মুসলিম ভাই–বোনদের’ কাছে অতি গুরুত্বপূর্ণ এই স্থানটি সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন।

 

ইসরায়েলি সাংবাদিককে প্রবেশে সহায়তা করায় সৌদি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলের সঙ্গে পর্দার আড়ালে ব্যবসায়িক সম্পর্ক দিন দিন বাড়ালেও দেশটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে ‘অ্যাব্রাহাম অ্যাকর্ড’ নামের একটি চুক্তিতেও যোগ দেয়নি রিয়াদ। অ্যাব্রাহাম অ্যাকর্ড চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরবের প্রতিবেশী দুই দেশ-সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

 

 

প্রবেশে প্রবেশে

 

 

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের ফোনালাপ

শপথ নিলেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

Leave A Reply

Your email address will not be published.