ব্যাচেলর পয়েন্ট ৪ সিজনের প্রথম পর্বেই রেকর্ড

Table of Contents

জনপ্রিয়তার তালিকার দিকে নজর দিলে সবার প্রথমেই থাকবে ব্যাচেলর পয়েন্ট নাটকটি। কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটি এরই মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। নানা আঞ্চলিক ভাষার মিশেলে নাটকটি তৈরি করা হয়েছে, যার কারণে দর্শকমহলে এই নাটকের চাহিদা অনেকটাই বেশি। সম্প্রতি এই নাটকের চতুর্থ সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা। বিশ্ববিদ্যালয়ে থেকে পরিচিত হওয়া একদল বন্ধু নিয়ে গড়ে উঠেছে কাহিনী।

এর আগের তিনটি সিজন পেয়েছে বেশ জনপ্রিয়তা। দর্শকপ্রিয়তার কারণেও নির্মাতা সবাইকে অবাক করে দিয়ে নতুন সিজন নিয়ে হাজির হয়েছেন। ১১ মার্চ থেকে প্রচার শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ এর। প্রথমে বাংলাভিশনে প্রচার হয় রাত ৮টায়। এরপর রাত ৯টায় ইউটিউবে ‘ধ্রুব টিভি’ চ্যানেলে উন্মুক্ত করা হয় প্রথম পর্বটি। এ নাটকটি নতুন সিজনের প্রথম পর্ব দিয়েই রেকর্ড করল। ইউটিউবে ছাড়ার মাত্র ১৪ দিনেই লাখের বেশি ভিউ হয়েছে নাটকে।

 

 

নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানান, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার অডিয়েন্সকে। তাদের জন্যই এমন মাইলস্টন হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত কোন কন্টেন্ট একদিনে ৬ মিলিয়ন ভিউ হয়েছে। এমন রেকর্ড আগে কোনো নাটকের নেই মনে হয়, আমার জানা মতে।

 

 

এবারের ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিনসহ আরো অনেকে। ২০১৮ সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটির প্রথম পর্বের প্রচার শুরু হয়। নাটকটির বিভিন্ন সময় চরিত্র এবং গল্প পরিবর্তন হয়েছে।

 

‘সজল’ এবার ভিন্ন ধরনের গল্পে

 

৪টি ভাষায় আসছে দ্য কাশ্মীর ফাইলস

 

Leave A Reply

Your email address will not be published.