Ultimate magazine theme for WordPress.

৯ মাসের অন্তঃসত্ত্বা লিসা, ছবি ভাইরাল

বলিউড মডেল ও অভিনেত্রী লিসা হেইডন যেকোনো দিন মা হবেন। ভক্ত-অনুরাগীদের এ সুখবর জানাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা লিসা নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। অন্তঃসত্ত্বা হলেও যে তার লাস্যময়ীতা এখনো কমে যায়নি, তার প্রমাণ মিলল ছবিগুলোতেই।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, কালো বিকিনি পরে সূর্যের নিচে দাঁড়িয়ে আছেন লিসা।

এর আগেও অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিসা। ছেলে জ্যাকের জন্মের আগেও অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি প্রকাশ করেছিলেন। দ্বিতীয়বার অন্ত্বঃসত্ত্বার পরও প্রতিনিয়ত ভক্ত-অনুরাগীদের জন্য ছবি প্রকাশ করছেন তিনি।
লিসার ছবিগুলো আপাতত ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হচ্ছে। লিসাকে দেখতে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি সেখানে মন্তব্যও পড়েছে প্রচুর।
এদিকে অন্তঃসত্ত্বা হলেও থেমে থাকেনি লিসার শরীরচর্চা। জিমে যাচ্ছেন নিয়মিত, যাতে করে জ্যাকের মতো আবারও সুস্থ-সবল সন্তান জন্ম দিতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.