Ultimate magazine theme for WordPress.

স্বামীসহ কোয়ারেন্টাইনে ‘অন্তঃসত্ত্বা’ সোনম কাপুর

শোনা যাচ্ছে, সোনম মা হতে চলেছেন। এত দিন নায়িকা ছিলেন তাদের লন্ডনের বাড়িতে। এ দিকে আবার লন্ডনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে সোনম মঙ্গলবার তার ইনস্টা-স্টোরিতে জানান, তিনি দেশে ফিরে আসছেন। এই পরিস্থিতিতে তিনি পরিবারের সঙ্গে থাকতে চান। এতে তার মা হওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে তিনি বলেছেন, আমার স্বামীর সঙ্গে ভারতে ফিরছি। বাড়ি ফেরার অধীর অপেক্ষায় রয়েছি। অন্য আর একটি ভিডিওতে সোনম-আনন্দকে বিমানের ভিতরে বসে থাকতে দেখা গিয়েছে। দেশে ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সোনম ও আনন্দকে।

কেউ কেউ বলছেন, সন্তানের জন্মদিতেই দেশে ফিরে আসছেন সোনম। তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নায়িকা।

আর কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন সোনম। তিনি বলেন, করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকার দরকার রয়েছে। এটা অবশ্যই সবার মানা জরুরি। নিজের জন্য, স্বজনদের জন্য এবং দেশের জন্য এতটুকু তো আমাদের করতেই হবে।

Leave A Reply

Your email address will not be published.