Ultimate magazine theme for WordPress.

স্বামীকে দিয়ে পা টেপালেন শ্রাবন্তী, ভিডিও ফাঁসে তোলপাড়

গেল মাসেই টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শেয়ার করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। স্বামী রোশন সিংয়ের অদ্ভূত একটি ভিডিও শ্রাবন্তী শেয়ার করার পরই এ নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়। ভিডিওতে রোশনকে মুখের ভেতর আস্তো একটা কুকুর ছানার মুখ ঢুকিয়ে নিতে দেখা যায়। ওই ভিডিও শেয়ার করে শ্রাবন্তী ক্যাপশনে লিখেছিলেন- ‘এমনটি শুধু তুমিই পারো।’

এবার স্বামীকে দিয়ে পা টেপালেন টলিগঞ্জের এই লাস্যময়ী নায়িকা। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে জন্ম দিয়েছেন নতুন আলোচনার। হয়েছেন খবরের শিরোনাম।

শ্রাবন্তীর শেয়ার করা নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্বামী রোশনকে পা টিপে দিতে বলছেন তিনি। রোশন প্রথমে থতমথ খেয়ে কপালে হাত দিয়ে শেষতক পা টেপায় মনোযোগী হন।

ভিডিওটির ব্যাকগ্রাউন্টে বিখ্যাত ‘জোরু কা গোলাম’ ছবির মূল সঙ্গীত জুড়ে দেয়া হয়েছে।

তবে নিন্দুকেরা যাই বলুক, শ্রাবন্তীর কাছের লোকেরা জানিয়েছেন, মজার ছলেই এমন ভিডিও প্রকাশ করেছেন নায়িকা। এর মধ্য দিয়ে বাস্তব জীবনেও স্বামী-স্ত্রীর দাম্পত্য রসায়নটা আবারও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।

Leave A Reply

Your email address will not be published.