প্রায় ৫ বছর সংসার করার পর এবার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলো বলিউড অভিনেত্রী দিয়া মির্জার স্বামী সাহিল সংঘের সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দিয়া।
ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবরটি দিয়া নিজেই জানিয়েছেন।
এর আগে ২০১৪ সালের ১৮ অক্টোবর সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা। তারা বিয়ের আগে ও পরে ১১ বছর ধরে একে অপরকে চিনতেন।
ইনস্টাগ্রাম পোস্টে দিয়া লিখেছেন, ‘১১ বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম। এখন আমরা নিজেরাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব। আর যখন প্রয়োজন হবে, আমরা পরস্পরের পাশে এসে দাঁড়াব। আমাদের পথ আলাদা হলেও আমরা একে অপরকে সবকিছু জানাব।’
পরিবার ও ঘনিষ্টজনদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেন, ‘আমি আমার পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের ভাবনাকে অনুভব করেছেন। আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আমরা এ ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। ধন্যবাদ।’