ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ‘ধুম-৪’। যশ রাজ ফিল্মসের এই সিনেমাকে ঘিরে ফের শুরু হয়েছে উন্মাদনা। এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘ধুম-৪’ অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
যশ রাজ ফিল্মসের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আর অক্ষয়কে মূলত দেখা যাবে খলনায়কের চরিত্রে অভিনয় করতে। এর আগে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে আমির খান, জন আব্রাহাম ও হৃত্বিক রোশনকে দেখা গিয়েছে খলনায়কের চরিত্রে অভিনয় করতে।
প্রযোজক আদিত্য চোপড়া ‘ধুম-৪’-এর জন্য প্রথমে খলনায়ক হিসাবে বাছা হয়েছিল সালমান খানকে। কিন্তু সালমান বড়পর্দায় খলনায়কের চরিত্রে না বলায় সেই প্রস্তাব যায় শাহরুখ খানের কাছে। যদিও ‘জিরো’ সিনেমার ব্যর্থতার জন্য শাহরুখ আপাতত সিনেমার কাজে হাত দিতে চাইছেন না।
তাই অক্ষয় কুমারের কাছেই খলনায়কের চরিত্রের প্রস্তাব গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা অক্ষয় কারোর পক্ষেই এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
চলতি বছরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে। ‘লক্ষী বোম্ব’, ‘পৃথ্বীরাজ’, ‘সূর্যবংশী’, সিনেমাতে দেখা যাবে অক্ষয়কে অভিনয় করতে। এছাড়াও আগামী বছর অর্থাৎ ২০২১ অক্ষয়কে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ও ‘বেল বটম’ সিনেমাতে।