Ultimate magazine theme for WordPress.

যে ৫ কারণে আত্মহত্যা করেছেন সালমান শাহ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা’ বলে তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ‘পারিবারিক ও দাম্পত্য কলহকে’ আত্মহত্যার মূল কারণ হিসেবে উল্লেখ করে আরও পাঁচটি কারণ দেখানো হয়েছে পিবিআই’য়ের তদন্তে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পিবিআইয়ের সদর দপরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘সালমান শাহর বাসায় শাবনূর নিয়মিত আসা যাওয়া করতো। এতে করে সালমান শাহর সাবেক স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ তৈরি হয়।’

সালমান শাহর আত্মহত্যার কারণ হিসেবে ৫টি কারণ উল্লেখ করেছে পিবিআই-

১. সালমান শাহ ও নায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তর্গতা।
২. স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ।
৩. মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টার প্রবণতা।
৪. মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জিভূত অভিমানে রূপ নেয়া।
৫. সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।

এছাড়াও সালমান শাহ আবেগপ্রবণ হওয়ায় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল এবং একবার সেভলন খেয়েছিল এবং আরেকবার ওষুধ খেয়েছিল বলেও জানান ডিআইজি বনজ কুমার মজুমদার।

Leave A Reply

Your email address will not be published.