সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কগুলোই সত্যিকারের নিঃস্বার্থ হয়ে থাকে। তাইতো সন্তানেরাও বাবা-মা’কেই পরম আশ্রয় ও প্রশ্রয় বলে জানে। ব্যতিক্রম নন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও। তাইতো মায়ের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটনালেন এই ঢালিউডের লাস্যময়ী এই অভিনেত্রী।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ফেসবুক পেজে মায়ের সঙ্গে কেক কাটার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিম। ছবিতে মিমের বাবাকেও দেখা যাচ্ছিল।
ছবির ক্যাপশনে মিম লিখেন- ‘প্রিয় মা, আজকের দিনটি উদযাপনের জন্য দারুণ! যখনই প্রয়োজন, তখনই পাশে পেয়েছি তোমাকে, এ জন্য ধন্যবাদ। তোমার সুস্বাস্থ্য, সীমাহীন আনন্দ ও সুখ কামনা করছি। শুভ জন্মদিন, মা। অনেক ভালোবাসি তোমাকে।’
ক্যাপশনের শেষ দিকে মায়ের উদ্দেশ্যে একটি চুমুর ইমোকনও পাঠিয়েছেন মিম। তার এই ছবি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্ত ও শুভানুধ্যায়ীরা কমেন্টবক্সে নায়িকার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।