রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার যেমন কোন রং হয় না ঠিক তেমনি এটিকে ব্যক্ত করা কোন ভাষাও নেই। তবুও অনেকেই সেই ভালবাসাকে লিখে খানিকটা প্রকাশ করতে চান। আর অনেকের থেকে বাদ যাননি ২০১৭ সালের মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম।
বুধবার রাতে নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভালবাসায় বুঁদ হওয়া কিছু পোস্ট করেন তিনি। যেখানে তাকে বেশ আবেদনময়ী হিসেবেই দেখা গেছে।
ছবির ক্যাপশনে জেসিয়া লিখেছেন, মনে করুন আপনার জীবনে কখনো ভালোবাসা এসেছিল। আমার জীবনেও ভালোবাসা এসেছিল সুইট সিক্সটিনে। এরপর আমি আর প্রেমে পড়িনি।
এবারের ভালোবাসা দিবসে নাটক নিয়ে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ জেসিয়া ইসলাম। জেসিয়া ইসলামের নাটকের নাম ‘বর্ণ-পরিচয়’। এটি রচনা ও পরিচালনায় আছেন তুহিন হোসেন।